
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই তালা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর নির্বাচকমন্ডলী উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর জরিপ করে তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। এর আগে তিনি একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সরুলিয়া ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে একজন সৎ ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত। প্রধান শিক্ষক হিসেবে তিনি যতদিন দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত তিনি যাহাতে এভাবে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে যেতে পারেন এজন্য তিনি সকলের নিকট দোয়া আর্শিবাদ কামনা করেছেন।