
কিশোর কুমার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণকারীদের সর্বোচ্ছ শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ পাটকেলঘাটা হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে কলেজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’ধারে কয়েকশ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে পাটকেলঘাটা হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ফকির আহমদ, পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন রুবেল, পাটকেলঘাটা মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি পারভেজ, যুগীপুকুরিয়া ০৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শাহীন সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, যারা ধর্ষণকারী, তারা বিকৃত মস্তিকের মানুষ বাংলার মাটিতে তাদের কোন ঠাঁই নেই। যারা ধর্ষণ সাথে জড়িত তাদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্ছ শাস্তির ব্যাবস্থা করতে হবে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা রাজপথে সচার থাকবে।