
তরিকুল ইসলাম লাভলু, ঢাকা : ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ সহিদুল হককে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
এ বিষয়ে এড. মোঃ সহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন তার স্বামীর সন্ধান চেয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নাম্বার-৯৯১।
নিখোঁজ এড. মোঃ সহিদুল হকের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সুরুলিয়া গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ এড. মোঃ সহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১ টার দিকে আমার স্বামী এড. শহিদুল ইসলাম ঢাকার বনশ্রী বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পরেও তার সন্ধান মিলছে না। তিনি বাসা থেকে বের হওয়ারে সময় ভুলে তার ব্যবহৃত মোবাইল ফোন বাসায় ফেলে যায়। তার সন্ধান চেয়ে আমি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
নিখোঁজের স্ত্রী ফাতেমা খাতুন তার স্বামীর সন্ধান পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন।