প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামুলক ক্যাম্পেইন ও পরিস্কার পরিচছন্নতা অভিযান কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে সদর উপজেলা পরিষদ চত্বর, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুল, পলাশপোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা ইয়ূথ হাবের এক্টিভিস্টা সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে উল্লেখিত স্থানে ডেঙ্গু প্রতিরোধ বিয়য়ে সচেতনতামুলক প্রচারণা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বর্তমান সময়ে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে সচেতনতার মাত্রা বৃদ্ধি করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোও এই কার্যক্রমে ভুমিকা রাখছে। উক্ত ক্যাম্পেইনের উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। বর্তমান সময়োপযোগি এমন সুন্দর একটা কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার, তারা বলেন সিডো সংস্থা, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাই এমন সুন্দর কার্যক্রম যুবদের মাধমে বাস্তবায়ন করার জন্য। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইয়ুথ হাবের এক্টিভিস্টা সদস্যবৃন্দ, একশন এইড বাংলাদেশ’র ইন্সপেরিটর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো সাকিব হোসেন, বৈশাখী সুলতানা, ইয়ূথ ফেলো আজমাইন ও সাকিব হোসেন।
ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন
পূর্ববর্তী পোস্ট