শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া: কেদ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, জালাও, পোড়াও ও অগ্নীসংযাগ করে ক্ষমতায় আসা যায় না। বিএনপি-জামায়াত আবারও প্রমান করেছে তারা সন্ত্রাসী দল। তাদের কাছে দেশের জনগন নিরাপদ নয়। শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি জামায়াত ২৮ অক্টোবর রাজধানীত যে তান্ডব চালিয়েছে তা ফিলিস্তিনিতে ইসরাইলী হামলার চেয়ে ভয়ংকর। তারা একজন পুলিশ সদস্যকে সাপ পিটান পিটিয়ে হত্যা করেছে। তারা ২১ জন সংবাদকর্মীকে আহত করেছে। তাদের দেয়া হরতাল ইতিমধ্য জনগন প্রত্যাক্ষান করেছে। ৩ দিন ব্যাপী অবরোধের চিত্রও বাংলার জনগণ বয়কট করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন সজাগ থাকতে হবে যাতে কোন উপজেলায়, থানায় বা ইউনিয়ন এমনকি ওয়ার্ডেও কোন পাড়া-মহল্লায় যাতে বিএনপি ও জামায়াতর সন্ত্রাসীরা কোন তান্ডব চালাতে না পারে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত সকল নেতাকর্মীকে মাঠে থাকতে সকল স¿াসী কর্মকান্ড রাধ কার্যকরী ভকিা রাখার আহবান জানান। তিনি মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজলার আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়াজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন। ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, কেদ্রীয় যুবলীগর প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা আ,লীগর সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আ.লীগর সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মো. জামিল খান, জেলা মৎস্যজীবী লীগর সভাপতি হাজী সাইফুল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, জিএম ফারক হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, মো. ইকবাল হোসেন, বিধান চদ্র রায়, কবির আহম্মদ মনা, শিমুল বিশ্বাস, সরদার শরীফুল ইসলাম, রাফেল হোসেন বাবু, মো. আল আমিন, মাহামুদ আল হাসান গালিব,জাকির হোসেন মিল্টন, মেহেদী হাসান রাজা, বিশ্বজিৎ মজুমদার,তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাশার সম্রাট, আহসান আহম্মেদ পাভেল, মোর্শেদ রিয়াদ, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, আবু দাউদ, মো. কামরুল ইসলাম, ফরহাদ হোসেন বাবু,সৈকত আহম্মেদ জনি, মনোজ সরকার, রতন ঘোষ, কে এম মফিজুল ইসলাম, তরিকুল ইসলাম বাবু, আবু সাঈদ খান, জাহিদুর রহমান, রাসেল সরদার প্রমুখ।