
এস,এম,মুকুল (ব্রহ্মরাজপুর প্রতিনিধি) : জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্ব ১২ই ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০:৩০ মিনিটে ৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তলোয়ার করে ডি,বি,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তন্বী খাতুন এবং গীতা থেকে পাঠ করে জি,জি,কে,এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অনন্যা মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের বিদ্যোৎশাহী সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম, সুপার হাফিজুর রহমান শিক্ষক মনিন্দ্র নাথ গাইন,বিপ্রদাস, রওশন আলম,মোঃ সাইফুল্লাহ প্রমুখ।বিচারকের দায়িত্বে ছিলেন ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক মল্লিক,স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল রইচউদ্দীন বিশ্বাস এবং ডি,বি,ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আব্দুল হাই।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডি,বি, ইউনাইটেড হাইস্কুল।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।