
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ফ্রি চিসিৎসা সেবা প্রদান ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে। ইটাগাছা ওয়াপদা মোড়ের সেবা চিকিৎসালয়ে দুই দিনব্যাপী ফ্রি চিসিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করছেন তারই হাতে গড়া সহকারি সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক গ্রাম ডা. অনির্বান সরকার। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর ইটাগাছা ওয়াপদা মোড়ের সেবা চিকিৎসালয়ে মরহুম ডাক্তার আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর ডাক্তার আনিছুর রহমানের মৃত্যুর দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এধরনের সেবামূলক কাজ করে চলেছেন গ্রাম ডাক্তার অনির্বান। তার এধরনের কর্মকান্ডের প্রংশসা করেছেন এলাকার মানুষ।
উল্লেখ্য, ডা. আনিছুর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার চীফ রিপোর্টার এবং দি বাংলাদেশ নিউজ’র সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ’র শ^শুর। তিনি ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।