
দ্যুতিদীপন বিশ্বাস :সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তেতুলডাঙ্গা গ্রামের মেধাবী ছাত্র নয়ন সরকার ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ করেছে। নয়ন ২০১৮ সালের শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) তেতুলডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-ফাইভ পেয়েছিলো ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পায় নয়ন। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নয়নের তেতুলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবন্তী দাস।
মেধাবী নয়ন তেতুলডাংগা গ্রামের মৎস্য ব্যবসায়ী বিকাশ সরকার ও গৃহিণী শৈব্যা সরকার এর কনিষ্ঠ পুত্র ।