
সিরাজুল ইসলাম: করোনা (কোভিড-১৯) টিকার দুটি ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী।
জ্বর সর্দিসহ করোনার উপসর্গ থাকায় ইউএনও সহ শ্যামনগরের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার পাওয়া ফলাফলে ইউএনও আবুজর গিফারী সহ ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন।