স্পোর্টস ডেস্ক:
একের পর এক রেকর্ডে নিজেকে রাঙিয়ে চলেছেন লিটন দাস। এবার তিনি গড়েছেন বাংলাদেশি ব্যাটারদের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
২০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে এ ম্যাচে লিটনের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান।
শুরু থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৯ বলেই ২ চার ও এক ছক্কায় এ রান তুলে নেন লিটন। তাতে তিনি ভাঙেন টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের পক্ষে তামিম ইকবালের করা দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড। এ মাইলফলকে পা রাখতে লিটনের লেগেছিল ৬৮ ইনিংস। তার আগে ৭১ ইনিংসে দেড় হাজার রান করে এ রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তামিম।
শেষ পর্যন্ত লিটনের ইনিংস থামে ২৩ বল মোকাবিলায় ৪ চার ও ৩ ছক্কার মারে ৪৭ রানে।
এর আগে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম দুই হাজার রানের রেকর্ডে শাহরিয়ার নাফিসের সঙ্গে ভাগ বসান লিটন। দুজনেই দুই হাজার রান করতে খেলেন ৬৫ ইনিংস।