দেবহাটা প্রতিনিধি: ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত ভাবে হত্যার বিচারের দাবিতে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী পথভ্রষ্ট সাদগ্রুপ তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে রাতের আঁধারে ঘুমন্ত ও নামাজরত মুসল্লীদের ওপর পরিকল্পিত নির্মম হামলা চালায়। এই ঘটনায় তিনজন শহীদ ও অসংখ্য মুসল্লী গুরুতর আহত হয়। আমরা এ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। দেবহাটা উপজেলা ওলামা পরিষদ ও তাওহীদি জনতার আয়োজিত এ মানববন্ধনে আলহাজ্ব ক্বারী ফজলুল হক আমিনীর সঞ্চালনায় এবং মাওলানা মুফতি আব্দুর রহমান সভাপতিত্বে বক্তব্য দেন মুফতি আব্দুস সবুর, হাফেজ আশরাফ আলী, মুফতি রাকিব হাসান, মুফতি কামাল উদ্দিন, মুফতি আবু সাঈদ, মাওলানা শহিদুল ইসলাম জমিরী, মুফতি হারুনুর রশিদ হাবিবী, মাস্টার শফিকুল ইসলাম টুটুল, আশরাফুল ইসলাম, মুফতি আবু নাঈম ও মুফতি জামিনুর রহমান প্রমুখ।
টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে দেবহাটায় মানববন্ধন ও স্মারকলীপি প্রদান
পূর্ববর্তী পোস্ট