
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণ পাথরঘাটা গ্রামের মৃত রতি কান্তি ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ অভিযোগ করে বলেন, ঝাউডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের নামে ১.০২ একর জমি রয়েছে যা, গত (সোমবার) রাত আনুমানিক ১১ :৪৫ মিনিটে দিকে গোবিন্দকাটি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন(২৭) ও ওয়ারিয়া গ্রামের রজব আলীর ছেলে শুভ (৩০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মন্দিরের জমি জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ করেছি। রাতে মন্দিরে উপস্থিত সেবায়েত দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় আমরা সেই রাতে ওইখানে পৌঁছিয়ে দখলকারীদের জমি দখলে বাধা প্রদান করি আমাদের বাধার মুখে তারা জমি দখল করতে না পেরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সন্তোষ কুমার ঘোষ আরো বলেন বিভিন্ন সময়ে এই কুচক্রীমহলটি মন্দিরের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ জমি দখলের বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ভুক্তভোগী ও মন্দিরের সংশ্লিষ্ট সকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের এ বিষয়টি মীমাংসার দাবি জানিয়েছেন।