
ইয়ারব হোসেন: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন, সাধারণ সম্পাদক অমর ঘোষ, যুবলীগ নেতা আব্দুল খালেক, আব্দুর রশিদ, গোলাম রহমান, রাজিব হোসেন প্রমুখ। ।