
নিজস্ব প্রতিবেদক: নতুন বইয়ের গন্ধ আলাদা।প্রথম দিনে মাদ্রাসায় এসে বই হাতে পেয়ে আমি খুশি।বই পাওয়ার পর আনন্দে বড়ি ফিরবো।কথা গুলো বলছিলেন ঝাউডাঙ্গা মাদ্রাসায় বই উৎসবে নতুন বই হাতে পেয়ে ষষ্ট শ্রেণীর ছাত্র নাছিম ফারহান। বুধবার সকাল দশটায় সদর উপজেলার ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় বই উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুতসাহী সদস্য ও সাংবাদিক ইয়ারব হোসেন।
ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম তোফায়েল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, মোহাম্মদ আব্দুল্লাহ , মনিরুজ্জামান,আকতার ফারুক, আলমগীর কবির, রাবেয়া খাতুন, ফিরোজা আক্তার, আব্দুর রশিদ, খাইরুল ইসলাম, আলতাফ হোসেন, লতা খাতুন, শারমিন আক্তার, তোহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, নুরুল বাসার, মাহমুদুল হাসান, মহিদুল ইসলাম, আদম শফিউল্লাহ, মনিরুল ইসলাম ও আব্দুল ওহাব।