
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া কেন্দ্রীয় ঈদগাহের সার্বিক উন্নয়ন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ গায়ের আহবায়ক কমিটির সভাপতি শেখ মোনায়েম হোসেন এলাকার জনসাধারনের সাথে (৭ মে) শুক্রবার বিকাল ৫টায় এ প্রস্তুতি সভা করেন। এসময় উপস্থিত ছিলেন জোড়দিয়া শেখপাড়া কেন্দ্রীয় ঈদ গায়ের যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শেখ আসাদুল ইসলাম ( আসাদ), ও আহবায়ক কমিটির সদস্য শেখ ফারুখ হোসেন, শেখ আবু সাঈদ, শেখ সুলাইমান হোসেন, শেখ বাবু, শেখ আফিকুল ইসলাম ফটুখ, শেখ বিপুল হোসেন, শেখ শুভ হোসেন প্রমূখ। সব শেষে সকলের উদ্দেশ্যে ঈদুল ফিতরের নামাজ স্বাস্থ্য বিধি মেনে আদায় করার কথা বলেন শেখ মোনায়েম হোসেন ।