
সাতনদী ডেস্ক:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় ও জেলার বাইরে অন্যান্য জায়গায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ০৭ নভেম্বও জেলা ও উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা করা হয়। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে দৈনিক সাতনদীর পাঠকদের জন্য সেসব খবর তুলে ধরা হলো।
সাতক্ষীরায় সদর উপজেলা:
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বদিউজ্জামান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক জাকির হোসেন, জাফর ইকবাল, মো: আশরাফ আলী, মনোজোৎ কুমার মন্ডল, প্রাণনাথ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হেনরী সরদার ও রামপ্রশাদ ঢালী।
দেবহাটা উপজেলা:
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় ৪৯তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কাজ একার পক্ষে সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করলে সফলতা আসবেই। দশ জন মিলে মিশে কাজ করলে সে কাজে জয় পরাজয় যাই হোক না কেন তাতে লজ্জার কিছু নাই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে বৃহত্তর পুজি গড়ে তোলা সম্ভব। এ সময় সাংবাদিক ওমর ফারুক মুকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
আশাশুনিতে উপজেলা:
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় সমবায় দিবস ২০২০ নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আশাশুনির আয়োজনে দিবসটি পালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। উপজেলা সমবায় অফিসার (দায়িত্ব প্রাপ্ত) রমেন্দু বাছাড় ও বড়দল পদ্ম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষক উত্তম কুমার এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জি,এম ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি সমিতির উপজেলা সেক্রেটারী নাসির উদ্দীন, সাবেক ইউপি সদস্য কল্যাণী সরকার, সমবায় অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে সকলকে মাস্ক সরবরাহ করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
শ্যামনগরে উপজেলা:
বিশেষ প্রতিবেদক,শ্যামনগর: শ্যামনগরে ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মোঃ জহুরুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম এ সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ,আব্দুর রউফ, এসকে অলিউল্লাহ,আব্দুস সাত্তার, অষ্টমী মালো প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায়ীর কোন বিকল্প নেই, প্রতিটি সমবায় সমিতির প্রতিনিধিদের সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহন করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান। উপজেলার শ্রেণী ভিত্তিক ৬টি শ্রেষ্ঠ সমবায় সমিতি, উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী, এফ,ডি,এস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, চন্ডিপুর বহুমূখী সমবায় সমিতি, ডি,এস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি করোনা ও আম্ফানে বিশেষ অবদান রাখেন। তাই মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অ-সমাপ্ত আত্বজীবনী’ ৫০টি সমবায় সমিতিতে একটি করে বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
তালায় উপজেলা:
তালা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সংসদ সদস্যের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সমবায় পরিদর্শক অজয় কুমার ঘোষ এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী,
তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, সমবায়ীর পক্ষে বক্তব্য রাখেন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, ইন্দ্রজিত দাশ বাপীপ্রমুখ, অনুষ্ঠানে দিবস চন্দ্র ঘোষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী নির্বচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়,উলেখ্য যে তালা উপজেলায় ৪৬ হাজার সমবায়ী আছে। এছাড়া তালা উপজেলার সমবায় অফিসের কোন দূর্নীতি না থাকায় এবং সমবায় অফিসের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানো হয়
কালিগঞ্জ উপজেলা:
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান এর সঞ্চালনায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বলেন, সমবায় দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্তগুরুত্বপূর্ণ। সমবায়ের সঙ্গে আরো বেশি সংখ্যক নারীর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারি সভু, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
মণিরামপুরে উপজেলা:
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে সহকারী কমিশনার (ভ‚মি) খোরশেদ আলম চৌধুরী ও উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন যথাক্রমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেল পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) খোরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুন কুমার শীল, কপালিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পরিতোষ সরকার, সানরাইজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মণিরামপুর সার্ভেয়ার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
পাইকগাছা উপজেলা:
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্ত¡রে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ মিলনায়তনে রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আরাফাতুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ। সমবায়ী পঞ্চানন সানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি এড. মোর্ত্তজা আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সমবায়ী বিদ্যুৎ কুমার বিশ্বাস, ইব্রাহিম গাজী, ইলিয়াস হোসেন, শেখ মিজানুর রহমান মিজান, আব্দুল গফ্ফার মোড়ল, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, দীপন জোয়াদ্দার, মোঃ মিনারুল ইসলাম, হেকমত আলী সরদার।