নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে সাতক্ষীরা’র বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। মঙ্গলবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে ‘মা’ ফাউন্ডেশনের লোগো সম্বলিত টি শার্ট উপহার দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। ২০১০ সাল থেকে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, কর্মহীন বেকারদের জন্য ভ্যান, প্রতি ঈদে ৫০০ মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ, অসহায় মা যারা সন্তানের দুধ কিনতে পারেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরে তাদেরকে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩০০ মানুষকে ফ্রি ডায়াবেটিকস পরীক্ষাসহ বিভিন্ন মসজিদে মাস্ক বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় ‘মা’ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও সংগঠনের অরো বেশি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন নবাগত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি ও শিক্ষক ফয়জুল হক বাবু।