
বিশেষ প্রতিবেদক, তালা: তালার সাংবাদিক মীর জাকির হোসেন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠব্য সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা জেলার নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের কাছে উক্ত মনোনয়ন পত্র জমা দেন সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য শেখ সরোয়ার, তালা উপজেলা আওয়ামী লীগ নেতা মো: শাহিনুর রহমান খাঁ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোড়ল রফিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম রবি প্রমুখ।
সাংবাদিক মীর জাকির হোসেন বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার দুইবারের সভাপতি, তালা উপজেলা যুবলীগের দুই বারের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও তালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হওয়া সাতক্ষীরা জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।