
প্রেস বিজ্ঞপ্তি: এতদ্বারা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সকল উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ, সভাপতি মন্ডলীর সকল সদস্য বৃন্দ, সম্পাদকমন্ডলীর সকল সদস্যবৃন্দ ও নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা আগামী ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল সাড়ে ১০টায় কামালনগরাস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে ফজলুল হক সাবেক এমপি। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে পরিচিতি সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।