ধুলিহর প্রতিনিধি: জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ৫৪ তম মহান বিজয় দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আসাদুল ইসলাম, সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্হিত ছিলো।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবন একটি আনন্দঘন মুহূর্ত বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত আজকে তাদের মনে প্রাণে ধারণ করা, প্রত্যেকটা মানুষকে বিজয়ের প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে আজকের শিশুরা আগামী ভবিষ্যৎ তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এবং মহান মুক্তিযুদ্ধে জীবনের উৎসর্গকারী প্রত্যেক শহীদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

