নিজস্ব প্রতিবেদক : জামাত-বিএনপির ডাকা হরতাল ও ঢাকায় পুলিশ হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করায় সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগের আয়োজনে শহরে দিবা নৈশ কলেজ মোড় হতে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা সিনেমা হল মোড়ে গিয়ে শেখ হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আলমগীর হাসান, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, নাহিদা পারভীন পান্না, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম ও পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জামাত-বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল
পূর্ববর্তী পোস্ট