
আহাদুর রহমান জনি:
‘জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা’ স্লোগানে অবহেলিত খেটে খাওয়া মানুষের ঢল নেমেছে। চিত্ত বিনোদন ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে হাজারো মানুষ জড়ো হয়েছে ডিবি ইউনাইটেড মডেল হাইস্কুল মাঠে।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাসে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো জনসভা ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকাল ৫টা থেকে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় জনসভা আয়োজিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জনসভা শেষে দেশের ও ওপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পীদের কন্ঠে মেতে ওঠে সবাই। দূর-দূরান্ত থেকে মানুষের জনসমাগম হতে থাকে।
একপর্যায়ে গতদিনের ন্যায় এ বিশাল মাঠটিও হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ। শান্ত সাতক্ষীরার মানুষেরা চিত্ত বিনোদনের সুযোগটি যেন হারাতে চায় না। চায়না হারাতে আওয়ামী লীগ তথা নৌকার প্রতি আকুন্ঠ সমর্থন জানানোর সুযোগ। আজ শুক্রবার ৩রা মার্চ রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে স্বাধীনতার মাসের শেষ জনসভা ও জয় বাংলা কনসার্ট।