নিজস্ব প্রতিবেদক: জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা কবিতা পরিষদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির (৪৫) ও তার ভাগনী জোৎন্সা খাতুন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে সন্ত্রাসী হামলার ওই ঘটনা ঘটে। সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের মৃত ওয়াহেজ উদ্দীন সরদারের ছেলে সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনিরের সাথে যোগরাজপুর মৌজায় ১৫৪ শতক জমি নিয়ে তার শরীকদের সাথে বিরোধ চলছিলো। বিরোধ নিস্পত্তির জন্য গত ১৬ জুন শুক্রবার মনিরুজ্জামান মন্ময় মনির শরীকদের নিয়ে মাপজরিপ করে সীমানা পিলার পুতে ওই জমিতে ঘেরা-বেড়া দেন। কিন্তু তিনদিন পরে ১৯জুন সোমবার প্রতিপক্ষরা মন্ময় মনিরের জমির সীমানা পিলার তুলে ফেলে এবং ঘেরা-বেড়া উপড়ে দেয়। খবর পেয়ে মন্ময় মনির ২০ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই জমিতে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে ছয়ঘরিয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম, কবিরুল ইসলাম, মৃত নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ও তার স্ত্রী, জিয়ারুল ইসলামের ছেলে ও স্ত্রীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে কবি মনিরুজ্জামান মন্ময় মনিরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বেদম মারপিতকরে গুরুত্বর আহত করে। এসময় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে মন্ময় মনিরের ভাগনী সামছুর রহমানের মেয়ে জোৎন্সা খাতুন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে, সাতক্ষীরা কবিতা পরিষদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।