
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলায় হাঁটু সমান পানিতে টিকাদান কার্যক্রম পরিচালনা করায় শ্যামনগর সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তার অজায় সাহা এর উপর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের অসন্তোষ প্রকাশ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, কোভিড-১৯ সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কার্যক্রমে শ্যামনগর উপজেলায় টিকাদান কেন্দ্র শ্যামনগর মর্ডান স্কুল হতে স্থানান্তর করে শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বারবার অনুরোধ করা হলেও তিনি স্থানান্তর না করে নিজের ইচ্ছামত বন্যায় তলিয়ে যাওয়া শ্যামনগর মর্ডান স্কুলে টিকাদান কেন্দ্র বহাল রাখেন। প্রতিটি বিষয় যেনো তার নিজের ব্যাক্তিগত মনে করেন।
রবিবার সরেজমিনে টিকাদান কেন্দ্র পরিদর্শন এবং টিকা নিতে আসা মানুষদের সাথে মতবিনিময় করতে গিয়ে টিকা গ্রহণকারিদের দুর্ভোগের বিষয়ে সোচ্চার হন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় তিনি টিকা গ্রহিতাদের দূর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিতে টিকাদান কেন্দ্র স্থানান্তরের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে নির্দেশ প্রদান করেন। জনগণের দূর্ভোগ লাঘবে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন কড়া ভাষায় প্রতিবাদ করলে স্থানীয় জনগণ উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের পক্ষে করতালি দিয়ে ধন্যবাদ জানান। এই ঘটনায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কতৃপক্ষকে শ্যামনগর বাসির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।