
আহাদুর রহমান (জনি): অতি বৃষ্টির কারণে বীজ তলা নষ্ট হলেও ঘুরে দাড়িয়েছেন সাতক্ষীরার কৃষকরা। তাই এবার জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে ধারনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মৌসুমের তুলনায় এবার প্রায় ৩৩১ হেক্টরেরও বেশি জমিতে এ বছর আমনের আবাদ করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী, জেলা ব্যাপী ৮৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রকৃত চিত্র অনুযায়ী জেলায় এবার আমনের চাষ হচ্ছে প্রায় ৮৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৯ হাজার ৬৫০ হেক্টর, কলারোয়া উপজেলায় ১১ হাজার ৮০০, তালা উপজেলায় ৮ হাজার ৭৫০, দেবহাটা উপজেলায় ৫ হাজার ৫০০, কালীগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৫০০, আশাশুনি উপজেলায় ৯ হাজার ৫০০ এবং শ্যামনগর উপজেলায় ১৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।
গত বছর জেলা ব্যাপী আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৯ হাজার ২২৯ হেক্টর, আর এ বছর নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৫৫০ হেক্টর। যার মধ্যে আবাদ হয়েছে ৮৯ হাজার ৫৬০ হেক্টরে। এ হিসাব অনুযায়ী চলতি মৌসুমে অন্তত ৩৩১ হেক্টর জমিতে আমনের চাষ বেড়েছে।
এ বছর জেলাব্যাপী আমনে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭৪৮ টন। এ উৎপাদন লক্ষ্য সামনে রেখে চলতি মৌসুমে সাতক্ষীরায় প্রায় তিন লক্ষ কৃষক রোপা আমন চাষ করছেন বলে জানিয়েছেন মিঃ নূরুল।
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের সাইদুর রহমান জানান, এ বছর তিনি প্রায় চার বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। ভাল ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। কিন্তু খালের পানি নামা বন্ধ থাকায় এ মূহূর্তে বিলের পানি না সরায় ফসল নষ্টেরও আশংকা করছেন তিনি।
সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের রনি জানান, তার নিজের ও তাদের আশে পাশের প্রায় সব জমিতেই আমনের অবস্থা তুলনা মূলক ভাল। সে অনুযায়ী এবার ভাল ফলনের আশা করছেন তিনিও।
কৃষিবিদ মিঃ নূরুল জানান, সরকারের পক্ষ থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়াও রোগ বালাই দমনে বিশেষ পরামর্শ দিয়ে যাচ্ছে।