
কালিগঞ্জ প্রতিবেদক:
বউকে তালাক দেওয়ার বিষয়ে উপজেলা চেয়ারম্যানের নিকট কথা বলা কে কেন্দ্র করে ফোনে ইউপি সদস্যকে বাড়িতে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে ধারালো দাঁ দিয়ে সন্ত্রাসী কায়দায় উপর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে গ্রাম্য পুলিশ মনি। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে রবিবার (১৬জানুয়ারি) বেলা সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সাত্তার মোড়লকে (৪২) গ্রামবাসীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউপি সদস্য আব্দুস সাত্তার মোড়ল রাজাপুর গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র। ঘটনার পর হতে একই গ্রামের এনায়েত আলীর পুত্র একাধিক বিয়ের নায়ক গ্রাম্য পুলিশ মনিরুল ইসলাম ওরফে মনে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে ইউপি সদস্য এর পিতা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। ঘটনার পরপরই থানার উপ পরিদর্শক শিহাব হসেন ইউপি সদস্যকে দেখতে হাসপাতালে যান।
থানায় অভিযোগ এর স‚ত্র এবং ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুস সাত্তার রাজাপুর গ্রামের জাহিদ, হাফিজ, আবুবক্কার সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান গ্রাম পুলিশ মনি তার তিন নাম্বার স্ত্রীকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যানের নিকট বিচারাধীন ছিল। বিষয়টি সম্পর্কে জানার জন্য বর্তমান ইউপি সদস্যের নিকট উপজেলা চেয়ারম্যান রবিবার সকালে ফোনে কথা বলে। বিষয়টি জানতে পেরে এবং ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ মনিরুল ইসলাম ইউপি সদস্য আব্দুস সাত্তারকে তাঁর বাড়ীতে ডেকে নেয়।
ওই সময় প‚র্বপরিকল্পিতভাবে কোন কিছু বুঝে ওঠার আগে ধারালো দাঁ দিয়ে ইউপি সদস্য আব্দুস সাত্তারকে কোপাতে থাকে। ওই সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে গ্রাম পুলিশ মনি পালিয়ে যায়। এ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় ইউপি সদস্য আব্দুস সাত্তারকে গ্রামবাসী কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।