আল মাহফুজ:
বাংলাদেশ এফবিসিসিআই কর্তৃক চিকিৎসকদের জন্য প্রেরিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সিভিল সার্জনের হাতে তুলে দিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াতের হাতে পিপিই ও মাস্ক তুলে দেন চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু । স্বাস্থ্য সুরক্ষা বিতরণ কালে চেম্বারের সহ-সভাপতি জনাব কামরুজ্জামান মুকুল, চেম্বারের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, পরিচলক আবুল বাসার পিয়ার সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে সাতক্ষীরা সিভিল সার্জন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।