কৃষিব্যবস্থার উন্নয়ন, কৃষিজমির সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন এবং কৃষিবান্ধব উন্নয়নের প্রতি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে তার ব্যক্তিগত আগ্রহ ও নির্দেশনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বরাবরই এসব বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে। এ কথা অস্বীকার করা যাবে না যে, দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতি এখনো কৃষি ভিত্তিক। অর্থনীতির সুষম বিকাশ এবং টেকসই উন্নয়নের স্বার্থেই আমাদেরকে গ্রামীন অর্থনীতি, কৃষিব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপর জোর দিতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এ খাতের দুর্নীতি ও অপচয়ের মাত্রা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পানিউন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বিভাগের মাধ্যমে গ্রামীন অবকাঠামো খাতে যে বিপুল পরিমান অর্থ ব্যয় করা হচ্ছে তার বেশিরভাই হচ্ছে সুনির্দ্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই। এর ফলে জনগণের দেয়া রাজস্বের কোটি কোটি টাকা দুর্নীতি-অপচয়ে লুটপাট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হতে বাধ্য। বিষয়টি সম্যকভাবে উপলব্ধি করেই গ্রামীন রাস্তা ও অবকাঠামো নির্মানে মহাপরিকল্পনা প্রণয়নের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
গ্রামীন সড়ক ও উন্নয়নে মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রী নির্দেশ খুবই ইতিবাচক ও আশাপ্রদ। আরো আগে এ ধরনের মাস্টারপ্ল্যান প্রণীত হলে ভুল পরিকল্পনায় শত শত কোটি টাকা অপচয়-দুর্নীতির মাধ্যমে লুটপাট হতো না। সংযোগ রাস্তা নেই অথচ বিলের মাঝখানে মাথা উঁচু করে দাড়িয়ে আছে কংক্রীটের ব্রিজ-কালভার্ট। অপরিকল্পিতভাবে নির্মিত এ ধরণের অবকাঠামোর দৃশ্য প্রায়শ দেখা যায়। সা¤প্রতিক বন্যায় অনেক রাস্তা, বাঁধ ছাড়াও বহু সরকারি-বেসরকারী স্কুল কলেজসহ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করার আগেই ভেঙ্গে বা নদীগর্ভে বিলীন হওয়ার খবরও আছে। এ থেকে বুঝা যায়, গ্রামীন অবকাঠামোগুলো সুষ্ঠু কোনো পরিকল্পনা বা ন্যুনতম মান ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে। এ কারণেই গ্রামীণ অবকাঠামো ও রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিষয়। আমরা এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে গ্রামীন সড়ক নির্মানে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি খরচে রাস্তা বা যে কোনো অবকাঠামো নির্মানের আগে এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য উপকারভোগী ব্যক্তিদের স্বার্থ, পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও বিভাগগুলোর কাজে সমন্বয় নিশ্চিত করা খুবই গুরুত্বপ‚র্ণ।
কমিশন বাণিজ্য এবং বার্ষিক উন্নয়ন বাজেটে বরাদ্দ পাওয়া অর্থের যথেচ্ছ ব্যবহার করে ব্যক্তি ও গোষ্ঠিগত স্বার্থ হাসিলে অবকাঠামো উন্নয়ন প্রয়াস চিরতরে বন্ধ করতে হবে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় গুরুত্বপ‚র্ণ প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে আছে, অথচ এমপি সাহেব. ইঞ্জিনিয়ার সাহেব বা ক্ষমতাসীন দলের নেতার বাড়ির সামনের রাস্তাটির জন্য বাজেট বরাদ্দের কোনো কমতি হচ্ছে না। এমন প্রবণতা বন্ধ করার জন্যই মাস্টারপ্ল্যান থাকা জরুরী। কোন অঞ্চলে কত কিলোমিটার রাস্তা কিভাবে উন্নয়ন করা হবে, উন্নয়ন হলে কত সংখ্যক মানুষের উপকার হবে, উন্নয়নের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক ফলাফল কি হবে ইত্যাদি বিষয়গুলো মাস্টারপ্ল্যানের বিবেচনায় আনতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগগুলোর উন্নয়ন কাজের সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি ছাড়াও টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ডের বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে গ্রামীণ রাস্তা এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোকে একটি সুনির্দ্দিষ্ট লক্ষ্য অর্জন ও নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে। গতানুগতিক ধারায় কাবিখা, কাবিটার মত প্রকল্পের আওতায় যেনতেন প্রকারে নিম্নমানের রাস্তা নির্মানের প্রকল্প বাদ দিতে হবে। অর্থনৈতিক কর্মকান্ডে গ্রামীণ জনপদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় সেখানে ভারী যানবাহন চলাচলের উপযোগী স্থায়ী রাস্তা নির্মানের উপর জোর দিতে হবে। কৃষিপণ্যের সরবরাহ, শিল্পের কাচামাল ও বিপণন ব্যবস্থাকে সহজতর করতে গ্রামীণ সড়ক নির্মাণে পরিকল্পনা ও মান বজায় রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অপচয় বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের প্রস্তাব গ্রহণ, প্রাক্কলন ও বাস্তবায়নের সময়সীমা যথাযথ প্রক্রিয়া অনুসরণে আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।
গ্রমীন অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা
পূর্ববর্তী পোস্ট