গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: জাতীয় পাটির সাবেক স্বাস্থ’্য উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের ২১তম মৃত্যু বার্ষিকী ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও শোকর্যালির আয়োজন করে।
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামছুজ্জামান জামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, আলহাজ¦ মাওলানা আল মামুন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. সাদেকুল ইসলাম, সিধলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন, মাওহার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি উদ্দিন মিনা, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক শাদ জামান, ছাত্র সমাজের উজ্জল মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা আল মামুন আকন্দ।
অপরদিকে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় অধ্যক্ষ মো. রুকুন উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আজিজুল হক।
একইদিনে অনুরূপ কর্মসূচী পালিত হয় তাঁর প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়েও।
নুরুল আমিন খান পাঠান জাতীয় পাটির সদস্য হিসাবে ১৯৮৫ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬সনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ’্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা সদরে গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স) কলেজ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় স্থ’াপন ও ১৯৯৫ সনে শাহগঞ্জ স্কুলকে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করেন। ২০০০সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন খান পাঠান মৃত্যু বরণ করেন।