
জাতীয় ডেস্ক:
মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গিবাদ এবং গুজবের বিষয়ে সচেতন হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। রবিবার সকাল ১১টায় বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইল ফোনের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন পুলিশ কমিশনার।
এ সময় বিএমপি’র অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএমপি’র উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।