
জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে গাবুরা ইউনিয়নের আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা কমিটি নিয়ে অপসারণ, উদ্ধার ও আশ্রয়কেন্দ্র উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর ) সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এসডিআরআর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে গাবুরা ইউনিয়নে ১৭টি সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটি থেকে মোট ৩৫ জনকে নিয়ে অপসারণ, উদ্ধার ও শেল্টার ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউপি সচিব ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সচিব মো. আব্দুর আজিজ। প্রশিক্ষণ পরিচালনা করেন এসডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। তিনি অনুসন্ধান, উদ্ধার, অপসারন ও দূর্যোগের সংকেত সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা বক্তব্য রাখেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মশিউর রহমান, ইউপি সদস্য মো. মনজুর হোসেন, সাবিনা ইয়াসমিন প্রমুখ। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।