
নিজস্ব প্রতিবেদক: বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রী জাতীয় পদকপ্রাপ্ত সাংবাদিক ইয়ারব হোসেন এর গাছের পাঠশালা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হবে বুধবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে সাতটায় বিটিভিতে । এছাড়া সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের বৃক্ষ পাঠশালার বিভিন্ন কার্যক্রম এর উপর বৃহস্পতিবার (৩০আগষ্ট) সকাল সাড়ে সাতটায় বিটিভিতে সচিত্র প্রতিবেদন প্রকাশ হবে।
অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ জানেয়েছেন গাছের পাঠশালার সাংবাদিক ইয়ারব হোসেন। ।