আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ম্যানগ্রোভ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উত্তর গদাইপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ্যাডভোকেট মামুন হোসেনের পরিচালনায় এবং সংগঠনের সদস্য সচিব মাসুদুর রায়হান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সরকারি মহিলা কলেজের এম আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাণক প্রভাষক মাহমুদুল হাসান, চাঁদখালী কলেজের প্রভাষক হিরন্ময় মন্ডল, মাওলানা শেখ আবু জাফর, সমাজ সেবক আঃ লতিফ সরদার, পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সরদার আল-আমিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মো. জামাল হোসেন, রেজাউল সরদার, সেলিম হোসেন লিটন, সাদ্দাম হোসেন, কামিনুর ইসলাম, আকাশ, আমিরুল ইসলাম, আস সাদিক যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ওলিউল্লাহ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭৫ টি কম্বল বিতরণ করা হয়।