আলহুসাইন অমি:
দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার শর্ত সাপেক্ষে স্বল্প পরিসরে গণপরিবহন ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের এ ক্লান্তিলগ্নে সরকার প্রদত্ত শর্তগুলো বাস্তবায়ন করতে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে সাতক্ষীরা জেলা পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহন চলাচল নিশ্চিত করতে এবং বাস মালিক ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করতে আজ সোমবার দুপুরে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে যান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মো: ইলতুৎ মিশ। এসময় জেলা পুলিশের মনিটরিংয়ে টার্মিনালে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহন চলাচলের বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পেতে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয় এবং শ্রমিকদের মাঝে ফেইস মাস্ক বিতরণ করা হয়।