
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মিম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২ টা ২০ মিনিটে রূপসার বীরশ্রেষ্ট রুহুল আমিন সড়কের লকপুর ফিসের সামনে। নিহত মিম রূপসার লিকলাপুর গ্রামের ইব্রাহিম ঝুনার মেয়ে। তারা রূপসার বাগমারার লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়া থাকে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, আজ দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে রূপসা সেতুর দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো-ড ১১০৩৪৫) বাস স্টান্ডের দিকে যাচ্ছিল। লকপুর ফিসের সামনে শিশুটিকে চাপা দিয়েছে। এতে শিশু মেয়েটি ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।