মেহেদী হাসান, খুলনা: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটের বিলাশবহুল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা। যাত্রী কম থাকায় সেগুলোও সময় মতো ছাড়ছে না। খুলনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে গেছে, প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। টার্মিনাল মোড় অনেকটা ফাঁকা। আন্তঃজেলা রুটের কয়েকটি বাস মোড়ে দাড়িয়ে যাত্রী ডাকছে। কিন্তু যাত্রী স্বাভাবিকের তুলনায় অনেক কম।
কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, সোহাগ, ঈগল, গ্রীনলাইন, সৌদিয়াসহ বিশালবহুল বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা রুটের টুঙ্গিপাড়া, ইমাদ, ফাল্গুনী পরিবহনের এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। ভোরে পরিবহনগুলোর নন এসি কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ের বাসেরও টিকিট বিক্রি করছেন তারা।
আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বাস চালানোর জন্য মালিকদের নির্দেশনা রয়েছে। তবে যাত্রী কম থাকায় বাস কিছুটা কম চলছে।
খুলনা রেলওয়ে স্টেশনের সহকারী বুকিং কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সূচি অনুযায়ী প্রায় প্রতিদিন সকালে খুলনা থেকে রাজশাহী, সৈয়দপুর, ঢাকার উদ্দেশে চারটি ট্রেন ছেড়ে যায়। আজ সকালে সব ট্রেনই সূচি অনুযায়ী ছেড়ে গেছে। কোনো সমস্যা হয়নি। বিআইডব্লিউটিএ খুলনার কর্মকর্তারা জানান, খুলনা থেকে মাত্র একটি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল করে। সূচি অনুযায়ী সকাল ৯টায় একটি লঞ্চ খুলনা থেকে কয়রার উদ্দেশে ছেড়ে গেছে।
খুলনায় অবরোধেও বাস, ট্রেন, লঞ্চ চলছে, যাত্রী কম
পূর্ববর্তী পোস্ট