
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নূরুল হক (৮০) আর নেই। আজ বুধবার দুপুর সোয়া ২ টায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ৯ জুলাই তিনি কারোনা আক্রান্ত হন। পরে ১০ জুলাই তাকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ২৩ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়। তবে শারীরিক অবস্থা সংকটময় হওয়ায় ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিকভাবে জানা গেছে, তার লাশ ঢাকা থেকে নিজ বাড়ি খুলনাার পাইকগাছায় আনা হবে। সেখানে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে। নুরুল হক খুলনা-৬ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সূত্র: বিডিপ্রতিদিন