
এস. এম. সরোয়ার পারভেজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৯৯ নং ডাংমড়কা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান থাকলেও কোন অংশে পিছিয়ে নেই এখানকার শিক্ষা প্রদান কার্যক্রম সহ সৃজনশীল কার্যক্রম। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুদা পারভীন রুমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়টি দেখতে গেলে চোখে পড়ে উন্নয়নের বিভিন্ন চিত্র,সততা ষ্টোর,দেয়ালিকা,ছবির বোর্ড,উপকরণ কর্নার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বইয়ের জগৎ, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা,কাবিং কার্যক্রম,মিড ডে মিল নিশ্চিত করণ। সবকিছুর পেছনে অবদান মাসুদা পারভীনের। তিনি ছাত্রছাত্রীদের লেখা নিয়ে বের করেছেন স্মরণিকা””প্রত্যাশা””
তিনি বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয়ে রুপদান করার জন্য প্রতিকূল পরিবেশের মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
উল্লেখ্য দৌলতপুর উপজেলায় একাধিক বার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন সহ ICT বিষয়ক সামগ্রিক কার্য সম্পাদন করে থাকেন তিনি।
এই বিষয়ে মাসুদা পারভীন এর সাথে কথা হলে তিনি গণমাধ্যম কে জানান জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বের লড়াইয়ে অংশগ্রহণ করে জয়ের সূর্যটাকে ছিনিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করে যাবো।