সিটিজেন জার্নালিস্ট(জিমি) : ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা বির্ণিমানে সাতক্ষীরা সদর উপজেলার সকল স্কুলের প্রধান শিক্ষকদের মাঝে আবর্জনা ফেলার ডাস্টবিন (ঝুড়ি) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষকদের মাঝে ঝুড়ি বিতরণ করেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ।
এসময় জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাইমারি শিক্ষা অফিসার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ঝুড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।