
স্পোর্টস ডেস্ক:
গত বছরটা দারুণ কেটেছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। চলতি বছরেও দুর্দান্ত খেলে যাচ্ছেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ২০২২ সালে দারুণ এক শতক করে দলকে বাঁচিয়েছেন তিনি। যার কৃতিত্ব দিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এদিকে টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন।
২০২২ সালে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মিরাজের অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচে তিনি করেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। সে ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে এই টাইগার অলরাউন্ডার ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন।
মিরাজের সে শতকের কারণে ক্রিকইনফো মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। এদিকে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন। কিউইদের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।
এদিকে অন্যান্য পারফর্মারদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালে টেস্টে ব্যাটিং পারফরম্যান্সের জন্য নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ওয়ানডেতে সেরা বোলিং পারফর্মার হয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ।
ইএসপিএন প্রকাশিত অ্যাওয়ার্ডের তালিকায় আছেন যারা
টেস্ট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জনি বেয়ারস্টো, ১৩৬ বনাম নিউজিল্যান্ড, নটিংহ্যাম
টেস্ট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : এবাদত হোসেন, ৬/৪৬ বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : মেহেদী হাসান মিরাজ, ১০০* বনাম ভারত, মিরপুর
ওয়ানডে বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জসপ্রিত বুমরাহ, ৬/১৯ বনাম ইংল্যান্ড, ওভাল
টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : সূর্যকুমার যাদব, ১১১* বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : স্যাম কারান, ৩/১২ বনাম পাকিস্তান, মেলবোর্ন