সাতনদী ডেস্ক: বাংলাদেশে জলবায়ু ঝুঁকি যত দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক এই সমস্যা সমাধানের ও উপায় বের করছে দেশের সম্ভাবনাময় তরুণরা। ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেইন এর মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের পরিবেশ রক্ষার বিষয়ে কাজে উদ্বুদ্ধ করছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। গত ১৭ জুন শনিবার, রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনভর জমকালো অনুষ্টানের মাধ্যমে ‘ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেইন’ এর গ্রান্ড ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন পর্যায় থেকে বাছাইকৃত ১৫ টি ইয়ুথ অর্গানাইজেশন অংশ গ্রহণ করেন। সকল সংগঠন জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে নতুনত্ব আয়ডিয়া তুলে ধরেন, বিজ্ঞ বিচারকদের পর্যালোচনা ও সকল সংগঠনের উপাস্থাপনা এবং সমস্যার প্রেক্ষাপট অনুসারে, সর্বোচ্ছো নম্বরে দেশের মধ্যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন্স অর্জন করে, দেশের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা যুব সংগঠন শরুব ইয়ুথ টিম। উপকূলের মানুষের নেতৃৃত্ব খাবার পানির টেকসই সমাধান আয়ডিয়ার মাধ্যমে এ পুরষ্কার অর্জন করেন শরুব। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি। এসময় তিনি শরুবের নির্বাহী পরিচলাক এসএম জান্নাত্লু নাঈম, রাশিদুল ইসলাম ও ফুয়াদ মাহমুদ এর হাতে পুরষ্কার ও সম্মাননা তুলে দেন। তিনি বলেন পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের সাথে চাই সরকার, পাশাপাশি ইউএসএআইডি’র এই ক্যাম্পেইন প্রোগ্রামের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তাদের নিজস্ব চিন্তা ও পরিকল্পনা দিয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে পারবে বলে আমি মনে করেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে তরুণদেরকে বাংলাদেশ সরকারের নেওয়া নানা উদ্যোগ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আরও ভাবতে এবং টেকসই পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। ‘জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা দূর করতে আমাদের মূল লক্ষ্য হলো, তরুণদের এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখান থেকে এ সমস্যার বাস্তবসম্মত সমাধান উঠে আসবে। তাই ইউএসএআইডি’র এই ক্যাম্পেইনকে আমি সাধুবাদ জানাই। কেননা এধরণের ক্যাম্পেইনের মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের তরুণ প্রজন্মের সংগঠকরা অসাধারণ কাজ উপহার দিতে সক্ষম হবেন। যেহেতু জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। তাই এ বিষয়ে সরকার, সুশীল সমাজ ও আমাদের তরুণ প্রজন্ম সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক ও স্থানীয়ভাবে শক্ত পদক্ষেপ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এ্যাম্বাসেডর, আইইউবি এর ভাইস চ্যালেন্সার ও ইউ এস আইডির দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
ক্যাইমেট অ্যাকশন ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শরুব ইয়ুথ টিম
পূর্ববর্তী পোস্ট