
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের কৈখালীতে বহুল আলোচিত ৩য় শ্রেণীর ছাত্রী বিলকিস ধর্ষণ ও হত্যা মামলার জট খোলেনি ৯ বছরেও।
বিগত ১১ মার্চ ২০১১ সোমবার শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের শফিকুল ইসলামের ৩য় শ্রেণী পড়–য়া শিশু কন্যা বিলকিস (৮) নিখোঁজ হওয়ার চার দিন পর ১৬ মার্চ পাশর্^বর্তী মাদার নদীর চরে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। অজ্ঞতনামায় আসামী করে মামলা হয়। যার নং-১১। তদন্ত কর্মকর্তা এসআই আবুল কাশেম লাশ উদ্ধারের পর দিন জয়াখালী গ্রামের আবুল মোড়লের পুত্র আরাফাতকে গ্রেফতার করে। আরাফাত গ্রেফতার হওয়ার পর একুই গ্রামের হারেজ মোড়লের পুত্র আইজুল, মোমিন মোড়লের পুত্র মোজাহারুল, তারানীপুর গ্রামের সবুরের পুত্র আলমগীর হোসেন বাবু ওরফে লিডার বাবু দীর্ঘদিন আতœগোপন করে। যার কারনে এলাকার মানুষ ও প্রশাসনের নজরে পড়ে।
বিলকিস নিখোঁজ হওয়ার পরদিন ভেটখালী মাদারনদীর চরে বিলকিসের ক্ষতবিক্ষত লাশ দেখে বিলকিসের মৃত্যু রহস্যের উঘাটনের চেষ্টার উন্মুচন ঘটে যে, বিলকিস নিখোঁজ হওয়ার দিন বিকালে বিলকিসকে সাথে কওে আরাফাত তার বাড়ীতে পানি খেতে নিয়ে গিয়েছিল। এমন ধরনের অভিযোগের প্রেক্ষিতে সন্দেহমূলকভাবে এসআই আবুল কাশেম আরাফাতকে গ্রেফতার করে। আরাফাতকে গ্রেফতারের পর জবানবন্দীতে জানায়, জয়াখালী গ্রামের জয়নাল মোল্ল্যার পুত্র হামিদ মোল্ল্যার মৎস্যঘেরীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বিলকিসকে ধর্ষণ করে হত্যা করে। ঐ সময়ে সাথে থাকা সঙ্গীদের নামও প্রকাশ করে।
বিলকিসের নানি মোমেনা বেগম (৮৫) বলেন, দীর্ঘ ৯ বছরেও, আমার নাতনী বিলকিস ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের কোন বিচার হলো না। বিলকিস দুপুরের পর গাইড (বই) কিনতে ভেটখালী বাজারে গিয়েছিল। তারপর তার কোন খোঁজ মেলেনি। পরে ৩/৪ দিন পর বিলকিসকে ক্ষত বিক্ষত অবস্থায় ভেটখালী মাদারনদীর চর থেকে উদ্ধার করে কাশেম দারগা। পরে জানতে পারি আলমগীর হোসেন বাবু, আরাফাত, মোজাহারুল সহ আরও কয়েকজন মিলে মেরে ফেলেছে। এখন আলমগীর হোসেন বাবু আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলার হুমকী দিচ্ছে। এমনকি আমাকে টাকা পঁয়সা দেওয়ার লোভ দেখাচ্ছে। আমি বর্তমানে ভিক্ষাবৃত্ত করে জীবিকা নির্বাহ করে আসছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিলকিস ধর্ষণ ও হত্যার বিচার চাই। আলমগীর হোসেন বাবু সহ ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে আলমগীর হোসেন বাবুর সােেথ যাগাযোগের চেষ্টা করা হলেও তার তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।