আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে ও সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের ক্লাব হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের সভাপতি জি,এম,আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাজাহান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের প্রতিষ্ঠাতা পরিচালক আলফাত হোসেন। চিকিৎসা সেবা প্রদান করেন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. শেখ আরাফাত হোসেন।
কৈখালী সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পূর্ববর্তী পোস্ট