আবু হাসান, কেশবপুর থেকে :
কেশবপুরে উপজেলা পর্যায়ে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার বিকালে পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপার মাওঃ আব্দুল হালিম, সুপার মাওঃ কফিল উদ্দিন, প্রধান শিক্ষক রেজাউল করিম, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক দীন ইসলাম, প্রধান শিক্ষক মোতাহার হোসাইন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাওঃ আরিফ বিল্লাহ প্রমুখ।