আক্তারুজ্জামান, সীমান্ত প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইনের উদ্যোগে ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) বিকালে স্থানীয় মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্র মাদ্রাসার সভাপতি তৌফিকুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুট্টো লাল গাইন, বিশেষ অতিথি বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সহ-সভাপতি খাইরুল আলম (কাজল)সরদার, সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান (আক্তার) অর্থ সম্পাদক হোসেন আলী, শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ হাফেজ সালাহউদ্দীন, খোরশেদ আলম, মাদ্রাসা কমিটির সদস্য সাইফুল ইসলাম, আবু তালেব ইউছুফ আলী, মহাসীন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।