
সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে নৌকার প্রার্থী ভূট্রোলাল গাইনও তার কর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় বালিয়াডাঙ্গা বাজার হক সাহেবের চাতালে অনুষ্ঠিত ঐ প্রতিবাদ সমাবশে ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্রোলাল গাইনের সভাপতিত্বে ও অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম (লালটু), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (তুহিন), আ.লীগ নেতা পৌর কাউন্সিলর শফিউল আলম (শফি), বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ৫ই আগষ্ট রাতে নৌকা প্রতিকের প্রার্থীও তার কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।