
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ কৃষ্ণনগরে আল্লামা ইসমাঈল হোসেন শাহাপুরী (রঃ) এর আগামী ১৭ ই জানুয়ারি পবিত্র ওরজ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারী) জুম্মা বাদ শহীদ মাদানী জামে মসজিদে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় শহীদ মাদানী জামে মসজিদের সভাপতি আলহাজ্জ মোঃ ছলেমান মোড়লের সভাপতিত্বে সাংবাদিক জামাল উদ্দিনের পরিচালনায় আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রহমান মোল্লা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্জ ডাঃ আমজাদ হোসেন,আলহাজ্জ মাওলানা মমিন আলী, আলহজ্জ মোঃ আশরাফ হোসেন আফান,মনিরুল ইসলাম (বুরুজ),মোঃ ফজলু ঢালী এছাড়া শাহাপুরী হুজুরের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পবিত্র ওরজ মোবারক সফল করা জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে হয়।