
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়ায় বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। নিহত যুবকের নাম আশিকুর রহমান (২১)। তিনি কুলিয়া ইউনিয়নের বহেরা পাটনীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন জানান, আশিকের সাথে গত একমাস আগে পাশর্^বর্তী শ্রীরামপুর এলাকার এক মেয়ের বিবাহ হয়। বিবাহের পরে গত ১ সপ্তাহ আগে আশিকুরের স্ত্রী পিতার বাড়িতে যায়। এরমধ্যে আশিক তার স্ত্রীকে কয়েকবার নিয়ে আসতে গেলে তার শ^শুর, শ^াশুড়ী ও বড় শালী আশিকের সাথে খারাপ ব্যবহার করে তাদের মেয়ে আর দেবেনা বলে জানায়। এতে আশিক মানুষিকভাবে ভেঙ্গে পড়ে।
ইউপি সদস্য আরো বলেন, ঘটনার দিন ২৪ মে সোমবার সকালে স্থানীয় লোকজন আশিকের শ^শুর বাড়িতে বউ আনতে গেলে তার শ^শুর মেয়ে আর দেবেনা এবং কাবিনের টাকা দিতে বলে। এ কারনে মানুষিক চাপে আশিক তার বাড়ির পাশে পাটনীপাড়া বটগাছে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আশিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে দুপুরে বাড়ি না আসলে আশিকের মা খুজতে গিয়ে বটগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনা জানতে পেরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা প্রেরন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।