
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটার কুলিয়ায় দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রাপ্ত উপকার ভোগীদের অংশ গ্রহনে সামাজিক সচেতনতা মূলক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কুলিয়া ইউনিয়ন পরিষদে(৩১আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুল ইসলাম। কুলিয়া ইউনিয়ন পরিষদের মাতৃত্বকালীন উপকার ভোগীরদের প্রশিক্ষণ শেষে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে।