
ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়ায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) সকাল ১০টায় নঈমউদ্দীন রহঃ ব্লাড ফাউন্ডেশনের অসহায় সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নঈমউদ্দীন রহঃ ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, নঈমউদ্দীন রহঃ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ডা: মেহেদি হাসান সুইট, সভাপতি ডা: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এইচ মিলন, ইয়াকুব আলী প্রমূখ। উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা প্রতি বছর নিজস্ব অর্থায়নে অত্র ইফতারি সমগ্রী বিতরণ করে থাকেন। কিছুদিন আগেও তিনি ইফতার সামগ্রী বিতরণ করেছেন। তিনি এলাকার মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এবং মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। বর্তমানে এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি।